জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে পণ্যমূল্য। বিশেষ করে সবজির দামে যেন আগুন। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসতে পারছে না কাঙ্খিত পরিমাণ সবজি। অন্যদিকে যাও আসছে তারও দাম আকাশ ছোঁয়া। তিন দিনের ব্যবধানে প্রতিটি সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
বাজার জুড়েই হাসফাঁস অবস্থা। চলতি মৌসুমে সবজির দাম যেখানে কম থাকার কথা, সেখানে হু হু করে বাড়ছে দাম। রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি আড়ত কারওয়ান বাজারে পণ্য সরবরাহ আগের তুলনায় কম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ধর্মঘটের কারণে আগের মতো আসছে না পণ্যবাহী ট্রাক।
বাজারে ছোট আকারের একটি লাউ কিনতে হলে গুনতে হবে ৮০ টাকা। ক্রেতার নাগালে নেই ফুলকপি, বাঁধাকপি এবং টমেটোর দাম। শিম, গাজর, পটল, বেগুন এসব সবজির দামেও ছড়াচ্ছে উত্তাপ। বলা হচ্ছে পরিবহন ধর্মঘটের কারণে পণ্যের সংকট তৈরি হয়েছে।
কারওয়ান বাজারে স্বাভাবিক সময়ের তুলেনায় প্রবেশ করছে অর্ধেক পণ্যবাহি ট্রাক। তবে জ্বালানি তেলের দাম বেশি থাকায়, বেড়েছে ট্রাক ভাড়াও। স্বাভাবিকভাবেই সেই দাম গিয়ে পড়ছে পণ্যমূল্যে। আর এর পাশে ধর্মঘটের দোহাই দিয়ে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা করার প্রবণতাও তৈরি হয়েছে।
Leave a reply