‘৭ নভেম্বরের হত্যাযজ্ঞের মাধ্যমে জিয়া ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন’

|

ফাইল ছবি

৭ নভেম্বরের হত্যাযজ্ঞের ওপর ভর করে জিয়াউর রহমান ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৭ নভেম্বর) সকালে বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বীর সেনানীদের নিষ্ঠুরভাবে যারা হত্যা করেছে তাদের বিচার প্রক্রিয়াও বন্ধ করেছিলেন জিয়া। এ জন্যই জিয়াউর রহমানের নির্দেশে ৭ নভেম্বরকে রাজনৈতিক রঙ দিয়ে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস হিসেবে ঘোষণা করা হয়।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দিনটিকে উদযাপন করে আসছে; অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply