ছবি: সংগৃহীত।
গত আগস্টের মাঝের দিকে তালেবানের দখলে যাওয়া আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের বাইরে তখন প্রচণ্ড ভিড়। দেশ ছেড়ে পালাতে চান সকলেই। বিমানবন্দরের প্রাচীরের বাইরে ভিড়ের মধ্যে একজন তার হাত দু’টি উপরে তুলে ধরেছেন। সেই হাতে ধরা রয়েছে এক শিশু। সেই ছবিটির কথা সবারই মনে থাকার কথা।
এরপর প্রাচীরের ওপারে দাঁড়িয়ে আমেরিকার এক সেনা হাত বাড়িয়ে দেন সেদিকে। কাঁটাতার বাঁচিয়ে সাবধানে কোলে তুলে নেন ওই আফগান শিশুকে। দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। চাপের মুখেও আমেরিকার সেনার এমন মানবিক তৎপরতা প্রশংসাও কুড়িয়েছিল। প্রায় আড়াই মাস আগে এভাবেই কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছিল বেশ কয়েকজন শিশু। তাদের মধ্যে অন্তত একজনের খোঁজ মেলেনি এখনও।
আশ্বাসে মন মানছে না আহমেদি বা তার স্ত্রী সুরাইয়ার। এমন একটা দিনও যায় না, যে দিন হারিয়ে যাওয়া ছেলের জন্য চোখের জল ফেলেন না সুরাইয়া। এমন একটা দিনও যায় না, যে দিন প্রতিরক্ষা দফতরের কোনও অফিসে গিয়ে আহমেদি কাতর গলায় জিজ্ঞাসা করেন না, খোঁজ মিলল? হারিয়ে যাওয়া সন্তানকে পাওয়ার জন্য মরিয়া সুরাইয়া ও তার স্বামী।
Leave a reply