
ছবি: সংগৃহীত
টেক্সাসের কনসার্টে নিহতদের সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানালো পরিবার-প্রিয়জনরা।
রোববার (৭ নভেম্বর) থেকে তাদের পরিচয় প্রকাশ করা শুরু করেছে হিউস্টন পুলিশ বিভাগ।
বিবৃতিতে জানানো হয়, পদদলিত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছে ১৪ বছরের এক সংগীতপ্রেমী। এছাড়া, ১৬ বছরের ব্রিয়ান্না রদ্রিগেজ, রুডি পেনা, ২১ বছরের ফ্রাংকো পাতিনো এবং ২৭ বছরের ডেনিশ বেগে’র পরিচয় প্রকাশ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে, শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ পুলিশ বিভাগ।
পুলিশের ধারণা, ভিড়ের মধ্যে অসাধু একটি চক্র মাদক ইনজেক্ট করছিলো। যার কারণে, বেসামাল হয়ে পড়েন অনেকে। ধাক্কাধাক্কি আর পদদলিত হয়ে মারা যান ৮ জন। তিন শতাধিক মানুষ আহত; গ্রহণ করেছেন প্রাথমিক চিকিৎসা। র্যাপ শিল্পী ট্র্যাভিস স্কট এবং আয়োজক লাইভ ন্যাশনের বিরুদ্ধে অনেকে মামলা দায়ের করেছেন।
 
				
				
				
 
				
				
			


Leave a reply