
ছবি: সংগৃহীত
পবিত্র নগরী জেরুজালেমে মার্কিন কনস্যুলেট খোলার সিদ্ধান্তে ভেটো দেয়ার এখতিয়ার নেই ইসরায়েলের। রোববার (৭ নভেম্বর) এ মন্তব্যের মাধ্যমে কঠোর নিন্দা জানালো ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র পূনরায় জেরুজালেমে কনস্যুলেট খোলার মাধ্যমে প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্ব আর আগ্রাসনের সুযোগ কমবে। আতঙ্ক থেকেই তারা পরিকল্পনাটিতে বাধা দিচ্ছে। জানানো হয়, চিরকালই ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম। তা অন্যায়ভাবে দখল করে রেখেছে জায়নবাদীরা।
এর আগে শনিবার (৬ নভেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হুমকি দেন- জেরুজালেমে দ্বিতীয় কনস্যুলেট খোলার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সহায়তা দিতে চাইলে, রামাল্লায় ফিলিস্তিনিদের জন্য পৃথক কূটনৈতিক দফতর খুলুক। চলতি বছরের মে মাস থেকেই কনস্যুলেট খোলার ইঙ্গিত দিয়ে আসছে, বাইডেন প্রশাসন।



Leave a reply