
ছবি: সংগৃহীত।
গাইবান্ধা প্রতিনিধি:
ভোট নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্ত্রী রতনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে পালিয়ে গেছে পাষণ্ড স্বামী। সোমবার (৮ নভেম্বর) গাইবান্ধার সদর উপজেলার মধ্য খোলাহাটি গ্রামে ফজলে রাব্বি নামের এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ উঠলো। তিনি ইউপি নির্বাচনে মেম্বার পদ-প্রার্থী। এ অভিযোগে রাব্বির দ্বীতিয় স্ত্রী ফারজানাকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, ইউপি নির্বাচনে মেম্বর পদপ্রার্থী খোলাহাটি গ্রামের বাসিন্দা ফজলে রাব্বি ভোটের টাকার জন্য স্ত্রী রতনা বেগমকে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয়। কিন্তু স্ত্রী রতনা টাকা আনতে অস্বীকার করলে গত কয়েকদিন ধরে দু’জনের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।
গতকাল রোববার সন্ধ্যার পর স্বামী ফজলে রাব্বির সাথে রতনা বেগমের ঝগড়া হয়। এ ঘটনার মধ্যে দ্বিতীয় স্ত্রী ফারজানা বেগমও স্বামীর সাথে যোগ দেয়। এসময় স্বামী ফজলে রাব্বি ও দ্বিতীয় স্ত্রী ফারজানা মিলে রতনা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রাখে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। হত্যার পর রাব্বি পালিয়ে যায় বলেও জানান রতনার পরিবার।
সোমবার সকালে ঘরের মধ্যে ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য গাইবান্ধায় জেলা হাসপাতালে পাঠায়।



Leave a reply