তোয়ালে আনতে দেরি, রগচটা স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

|

ছবি: সংগৃহীত।

গোসল শেষে তোয়ালে পেতে দেরি হওয়ায় স্ত্রীকে হত্যা করেছে এক ব্যক্তি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলার হীরাপুর গ্রামে। অভিযুক্তকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। খবর দ্য হিন্দুর।

অভিযুক্তের নাম রাজকুমার বাহে, বয়স পঞ্চাশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দিনমজুরের কাজ করত রাজকুমার। রগচটা স্বভাবও ছিল তার। ছোটখাটো কারণ নিয়ে বাড়িতে অশান্তি করত। সেই অশান্তি যে এই পর্যায়ে পৌঁছে যাবে তা কেউ ভাবতে পারেননি।

অভিযোগ, সকালে উঠে গোসল করতে গিয়েছিল রাজকুমার। এ সময় স্ত্রী পুষ্পা বাঈকে গা মোছার তোয়ালে আনার নির্দেশ দেয় ওই ব্যক্তি। স্ত্রী তোয়ালে দিতে সময় লাগবে বলাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ৫০ বছরের প্রৌঢ়।

অভিযোগ, তোয়ালে না পেয়ে বাথরুম থেকে বেরিয়ে এসেই স্ত্রীর উপর চড়াও হয় রাজকুমার। এ সময় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনও করার অভিযোগ আছে রাজকুমারের বিরুদ্ধে। এরপরই ঘরে পড়ে থাকা ধারালো বেলচা দিয়ে পুষ্পা বাঈয়ের মাথায় সজোরে মারে রাজকুমার। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ৪৫ বছরের গৃহবধূ।

মায়ের অবস্থা দেখে মেয়ের চিৎকার শুনেই আশেপাশের লোকজন ছুটে আসেন। রাজকুমারকে ধরে ফেলেন তারা। পুষ্পা বাঈকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ৪৫ বছরের গৃহবধূকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর রাজকুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুষ্পা বাঈয়ের এভাবে খুন হওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। রাজকুমারের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply