বিদ্যা সিনহা মীম ও তার সেই সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট।
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিদ্যা সিনহা সাহা (মিম)। ছয় বছর প্রেমের পর অবশেষে আজ তার জন্মদিনে আংটি বদল করেছেন আলোচিত এ অভিনেত্রী। প্রেমিকের ছবিসহ আংটি বদলের খবর তিনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন।
আজ বুধবার (১০ নভেম্বর) রাত ৯টায় দেয়া স্ট্যাটাসে প্রেমিকের সাথে আংটি বদলের ব্যাপারটি নিশ্চিত করেছেন মিম নিজেই। এর আগে নিজের জন্মদিন উপলক্ষ্যে সারপ্রাইজ দেয়ার কথা বলেছিলেন মিম। অত্যন্ত আবেগপ্রবণ সে স্ট্যাটাসে মিম লিখেছেন, আজকের দিনটি বিশেষ একটি দিন। ৬ বছর আগে আমরা একসাথে চলতে শুরু করি, আজ আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। অবশেষে বাগদান সম্পন্ন হলো।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই দর্শকের নজর কাড়েন নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে।
Leave a reply