ছবি: সংগৃহীত
ডেভিড মালান ও মইন আলির ৫৩ রানের জুটিতে বড় সংগ্রহের পথেই আছে ইংল্যান্ড। ৩০ বলে ৪১ রান করে ডেভিড মালান আউট হলেও ক্রিজে এখনও আছেন মইন আলি। তার সাথে এখন ক্রিজে যোগ দিয়েছেন হার্ড হিটার লিয়াম লিভিংস্টোন। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের রান ছিল ১৮ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান।
সব ক্রিকেটিং শট খেলেই কীভাবে রানের গতি বাড়িয়ে নেয়া যায়, তারই একটি চমৎকার উদাহরণ ডেভিড মালানের ইনিংসটি। তবে মালানের ব্যাটিং বরাবরই এমন। ব্যাকরণ মেনেই টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বেশ কিছুদিন শীর্ষস্থানেও ছিলেন মালান। আজ টিম সাউদির শর্ট বলে দারুণ ছয় হাঁকানোর পরের বলেই একই লাইনের কিন্তু অপেক্ষাকৃত ফুলার লেংথের বলে উইকেটের ম্পেছনে ক্যাচ দিয়ে আউট হন মালান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সাউদি-বোল্টকে মোকাবিলা করে ৫ ওভারেই দুই ওপেনার তুলে ফেলে ৩৭ রান। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের পর প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসেই অধিনায়ককে ব্রেক থ্রু এনে দিয়েছেন অ্যাডাম মিলনে। সাজঘরে ফিরে গেছেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। মিলনের ওয়াইড আউট সাইড অফ স্ট্যাম্প লাইনের হাফ ভলিকে সজোরে মারেন মিড অফে। সেখানে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন দৃষ্টান্ত স্থাপন করলেন দলের জন্য। তারপর কিউই লেগস্পিনার ইশ সোধির বলে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন ও ফ্লাইট দুটোই মিস করে এলবিডব্লিউ হয়েছেন জস বাটলার। তবে মইন আলি ও লিয়াম লিভিংস্টোনের ব্যাটে এখনও চ্যালেঞ্জিং সংগ্রহের দিকেই আছে মরগ্যানের দল।
Leave a reply