
মমিনুল হক। ছবি: সংগৃহীত
বৃষ্টিতে মাঠে গড়াতে পারেনি দুই দিনের খেলা। তবুও মিরপুর টেস্টে ইনিংস ও ৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। এই হারের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানের কাছে টেস্টেও হোয়াইটওয়াশ হলো মমিনুল হকের দল। এই ভরাডুবির পর টাইগার অধিনায়ক বললেন, টপ অর্ডার ব্যাটিং নিয়ে এখনও অনেক কাজ করতে হবে দলকে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মমিনুল হক বলেন, আজ প্রথম ইনিংসে ভালো করার দারুণ সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের কাজ করতে পারিনি। শুরুতেই ২-৩ উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফিরে আসা খুব কঠিন। আর আমরা এই জায়গাতেই ব্যর্থ হচ্ছি। শুধু টপ অর্ডার নয়, ১ থেকে ৪ নম্বর পর্যন্ত পজিশনে আমাদের এখনও অনেক কাজ করতে হবে।
আরও পড়ুন: ইনিংস পরাজয়, হারের বৃত্তেই আটকে থাকল টাইগাররা
এই সিরিজে বাংলাদেশের জন্য প্রাপ্তি হিসেবে লিটন দাসের চমৎকার ব্যাটিংয়ের কথা উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, চট্টগ্রাম ও মিরপুর, দুই টেস্টেই খুব ভালো পারফর্ম করেছে লিটন। আশা করি, এমন পারফর্মেন্সের ধারা সে ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবে।



Leave a reply