
জনবল কম থাকায় যত্রতত্র গাড়ি থামানো ও যাত্রী ওঠানামা রোধে সড়ক আইনের ৪৭ ধারা যথাযথভাবে প্রয়োগ করতে পারছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ কথা বলেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সড়কে বিআরটিএর সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রমে নুর মোহাম্মদ মজুমদার বলেন, চালকদের অপরধাপ্রবণতা কমাতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও বাড়াতে চায়। এজন্য সরকারের কাছে চাহিদা তুলে ধরা হবে।
বিআরটিএ চেয়ারম্যান জানান, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে দীর্ঘদিনের যে জটিলতা তৈরি হয়েছে ধীরে ধীরে তা কেটে যাচ্ছে।
আরও পুড়ন : বনানীতে বেপরোয়া কার রেস: সিএনজি চালকসহ আহত ৫
এসময় যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়া ও রুট পারমিট না থাকায় নূর এ মক্কার একটি বাস ডাম্পিংয়ে দেয়া হয়। এছাড়া অনিয়ম থাকায় বেশ কয়েকটি বাসকে জরিমানা করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
/এডব্লিউ



Leave a reply