
সড়কে শিক্ষার্থীদের ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন।
নেত্রকোণা প্রতিনিধি:
এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাস কমানোর দাবিতে নেত্রকোণা শহরের মুক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ঘণ্টাবাপী মানবন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষার্থীদের এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, মহামারি করোনার কারণে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায়নি। করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যেই সিলেবাস ৩০ শতাংশ কমানো হলেও অল্প সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৭০ ভাগ শেষ করা সম্ভব নয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ. লীগ নেতার মোনাজাতের ভিডিও ভাইরাল
তাই পুরো সিলেবাস থেকে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ রাখার দাবি তাদের। দাবি আদায়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পৌরসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ গিয়ে
শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে তারা সড়ক ছেড়ে চলে যায়।
নেত্রকোণা মডেল থানার এসআই নাজমুল হুদা বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে ঘণ্টাখানেক মানববন্ধন করে। পরে তাদের বুঝিয়ে বললে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়।
এসজেড/



Leave a reply