
ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ থেকে লাফিয়ে পড়ে স্ত্রীসহ প্রাণে বাঁচলেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। ওই লঞ্চে তিনি ভিআইপি কেবিনের যাত্রী ছিলেন।
পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ইউএনওর লাফিয়ে আত্মরক্ষার ঘটনা নিশ্চিত করেছেন। তারা দুজনেই ঝালকাঠি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অফিসের কাজে লঞ্চে করে বরগুনা যাচ্ছিলেন তিনি। রাত তিনটার দিকে অন্য যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙলে তিনি ধোঁয়া দেখতে পান। এরপরই স্ত্রীসহ পানিতে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। প্রথমে তিনতলা থেকে লাফ দিলে তারা দ্বিতীয় তলায় আছড়ে পড়েন। এসময় তার স্ত্রী উম্মুল ওয়ারা ডান পায়ে আঘাত পান।
বর্তমানে তারা দুজনেই ঝালকাঠি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



Leave a reply