সাধারণ ক্ষমার সাথে নতুন ১৮টি ডিক্রি জারি করলেন আখুন্দজাদা

|

তালেবানের শীর্ষ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দজাদা।

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের ইসলামিক আমিরাত ঘোষিত সাধারণ ক্ষমার প্রতি সম্মান দেখানোর নির্দেশ জারি করেছেন তালেবানের শীর্ষ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দজাদা। নতুন ১৮ ডিক্রি জারি করেন তিনি। খবর তোলো নিউজের।

বুধবার (২৯ ডিসেম্বর) তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের শীর্ষ নেতা এমন এক সময় এই নির্দেশনা জারি করলেন যখন দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তুলেছে সাবেক সরকারের এক কর্মকর্তাকে মারধরের ভিডিও।

গত ১৫ আগস্ট দেশটির ক্ষমতা গ্রহণের পর তালেবান সাবেক সরকারের অধীনে কাজ করা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ সকল কর্মকর্তার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে। কিন্তু, গত চার মাসে এমন অসংখ্য অভিযোগ পাওয়া গেছে যে সাবেক সরকারের কর্মকর্তাদের জোরপূর্বক তুলে নিয়ে হত্যা করছে তালেবান।

বুধবার কান্দাহারে তালেবানের শীর্ষ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা সাধারণ ক্ষমার প্রতি শ্রদ্ধা দেখানোসহ ১৮ দফা ডিক্রি জারি করেন।

এই ১৮ দফার প্রথম দফাতে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক কর্মকর্তাদের শাস্তি না দিতে বা কোনোভাবে তাদের কাজে বিরক্ত না করতে বলা হয়েছে। কান্দাহার গভর্নরের মুখপাত্র মাহমুদ আজম বলেন, নতুন ডিক্রিতে সুপ্রিম লিডার আখুন্দজাদা সাধারণ জনগণের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া যেকোনো রাষ্ট্রীয় কাজে যোগ্য লোকদের গুরুত্ব দেয়াসহ জনগণের প্রতি দেশ না ছাড়ার আহ্বান জানিয়েছেন আখুন্দজাদা।

এছাড়া ডিক্রিতে ইসলামিক আমিরাতের জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তালেবান কর্মকর্তাদের জনগণের সাথে পারস্পারিক গ্রহণযোগ্যতা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।    

আফগানিস্তানের সামরিক বিশেষজ্ঞ হিকমাতুল্লাহ হিকমত তালেবানের প্রতি সামরিক বাহিনীকে রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন, এটা না করা হলে আফগানদের বিশ্বাস হারাবে তালেবান এবং এটা জনঅসন্তুষ্টির কারণ হতে পারে।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply