
রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত একটি বাস সরাতে গিয়ে সেই বাসের চাপায় দুজনের মৃত্যুর ঘটনায় ডিএমপির পল্টন থানার দায়ের করা মামলায় এএসআই এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে পল্টন থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাহ উদ্দিন মিয়া বলেন, নিহত তুষারের বাবা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। পরে ওই মামলায় এমদাদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। আদালত অভিযুক্ত এএসআইয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনা কবলিত একটি বাস সরাতে গিয়ে সেই বাসের চাপায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন। পুলিশের এএসআই এমদাদুল হক সেই গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেডআই/



Leave a reply