
শরীয়তপুরে পদ্মায় ডুবে যাওয়া তিনটি লঞ্চ ও নিখোঁজদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে। আজ পাওয়া গেছে এক জনের মরদেহ। তবে এখনও নিখোঁজ অন্তত ১৪ জন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, একটি লঞ্চের অবস্থান শনাক্ত করা গেছে। সকাল থেকে সেটি উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। গতকাল ভোরে বৈরি আবহাওয়ায় নড়িয়ার ওয়াপদা চেয়ারম্যান বাড়ি ঘাট থেকে পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পন্টুনের সঙ্গে পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। এরমধ্যে ডুবে যায় মৌচাক-২, মহানগরী ও নড়িয়া-২ নামের তিনটি লঞ্চ। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যমুনা অনলাইন: টিএফ
 
				
				
				
 
				
				
			


Leave a reply