প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছে বলেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করায় এটা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কারও সাথে বৈরিতা নয় এই পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী হয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। আওয়ামী লীগকে বারবার বিজয়ী করে ক্ষমতায় এনে দেশের উন্নয়নে সুযোগ দেয়ায় জনগণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও সশস্ত্র বাহিনী কীভাবে কাজ করে সেটা জনগণের সামনে তুলে ধরতে এই সামরিক জাদুঘর স্থাপন করা হয়েছে বলেও জানান সরকার প্রধান।
ইউএইচ/
Leave a reply