ফের করোনায় আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

আবারও করোনায় আক্রান্ত হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ নিজেই টুইট করে জানান, শরীরে উপসর্গ থাকায় টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। গেলো বছরের শুরুতে প্রথম করোনায় আক্রান্ত হন তিনি। যদিও সেই সময় তেমন কোনো শারীরিক জটিলতায় পড়েননি তিনি।

আরও পড়ুন: স্পেনে মাদক পাচারে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার

এ দফায় চিকিৎসকের পরামর্শ মেনে প্রেসিডেন্ট বাড়িতে থেকেই সেবা নিচ্ছে বলেও জানানো হয়। গত কয়েক দিনে প্রেসিডেন্টের সংস্পর্শে যাওয়া সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় আকস্মিক বন্যা, নিহত কমপক্ষে ১০


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply