আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

|

ছবি: সংগৃহীত

ছয়দিনের মাথায় ২য় বারের মতো ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এমন দাবি প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার।

দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। ভূমি থেকে পূর্ব সাগরের দিকে পাঠানো হয় এটি। জাপানের কোস্টগার্ডও নিশ্চিত করেছে এ তথ্য।

সোমবারই যুক্তরাষ্ট্রসহ ছয় দেশের এক বিবৃতিতে পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে এমন পদক্ষেপ থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

গত বুধবারও পূর্ব উপকূলে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিলো উত্তর কোরিয়া। বারবার উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে দুঃখজনক বলেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় আকস্মিক বন্যা, নিহত কমপক্ষে ১০
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply