প্রতীকী ছবি। সংগৃহীত ছবি।
মাদারীপুরে অপহরণের ৫ দিন পর উদ্ধার হয়েছে ১৫ বছরের ইতালি প্রবাসী কিশোরী।
শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে শহরের কলেজগেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখনও পলাতক আছে মূল অভিযুক্ত আফজাল হোসেন শাওন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার পর নেয়া হবে আদালতে। সেখানে জবানবন্দি নিয়ে আদালত যদি সিদ্ধান্ত দেয় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কিশোরীর স্বজনরা বলেন, আত্মীয় মারা যাবার খবরে ৮ বছর পর কিশোরী পরিবারের সাথে ইতালি থেকে দেশে আসে। গত সোমবার অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়।
/এডব্লিউ
Leave a reply