তৈমূরের কর্মীকে গ্রেফতারের অভিযোগ

|

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নির্বাচনে তার কর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আমার একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে কারচুপি না হলে বিপুল ভোটে জয়ী হওয়ার আশা করছেন তৈমূর।

তবে ভোট দিয়ে বের হয়ে সেলিনা হায়াৎ আইভী ভোটগ্রহণে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ তোলেননি। যদিও কয়েকটি কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণ চলছে বলেছিলেন তিনি। উভয় প্রধান প্রতিদ্বন্দ্বী জয়ের ব্যাপারে আশাবাদী। আইভীও বলেছেন, সুষ্ঠু ভোট হলে বিজয় নিশ্চিত তার। তবে ফলাফল যাই হোক, সুষ্ঠু নির্বাচন হলে যাই হোক মেনে নেবেন বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন পরিদর্শন করেছেন। তবে তিনি নির্বাচন পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি।

নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ভ্রমণ করে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি সকাল পর্যন্ত ভালোই লক্ষ করা গেছে। তবে ভোটগ্রহণে দীর্ঘ সময় লাগছে। ইভিএম সত্ত্বেও কেন এত সময় লাগছে, এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কর্মকর্তারা।

তবে ভোটাররাও স্বীকার করছেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় তারা বুঝে উঠতে পারছেন না। এতে প্রক্রিয়াটি বুঝতে এবং ভোট দিতে সময় লাগছে। এছাড়াও নারী ভোটারদের আঙ্গুলের ছাপে সমস্যা একটি বড় ভোট দিতে বেশি সময় লাগার অন্য একটি কারণ।

পাশাপাশি, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে না দেয়ায় মোবাইল ফোন জমা দেয়া এবং ভোট সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে। তবে সব কেন্দ্রে এমন হচ্ছে না। কোনো কোনো কেন্দ্রে মোবাইল নিয়েই ঢোকা যাচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply