
স্টিভ রোডস। ছবি: সংগৃহীত
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে নতুন ভূমিকায় দেখা যাবে টাইগারদের সাবেক হেড কোচ স্টিভ রোডসকে।
দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে কাজ করবেন স্টিভ রোডস। মূলত হেড কোচের দায়িত্ব দেয়ার জন্য রোডসের সাথে যোগাযোগ করেছিল ভিক্টোরিয়ান্স। কিন্তু কোচ সালাউদ্দিন দলের দায়িত্ব নেয়ায় দলের পরামর্শক হিসেবে কাজ করবেন ৫৭ বছর বয়সী রোডস।
আরও পড়ুন: ১২তম স্প্যানিশ কাপ জিতলো রিয়াল
এর আগে ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তবে ২০১৯ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর রোডসকে বরখাস্ত করে বিসিবি।
আরও পড়ুন: মুসলিম খাজা’র প্রতি সম্মানের অনন্য নজির স্থাপন করলেন অধিনায়ক কামিন্স (ভিডিও)



Leave a reply