ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ফল ঘোষণায় দেরি হওয়ায় এফডিসি ঘিরে চলেছে নানা গুঞ্জন। ভোটের ফলাফলের জন্য অপেক্ষায় থাকা অনেক শিল্পীই বলছেন ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। মিশা সওদাগর হেরে গেলেও তার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান হ্যাটট্রিক করেছেন। একই তথ্য দিয়েছেন মিশা প্যানেলের সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত। জানিয়েছেন হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘যৌথ নেতৃত্ব’ দেখতে যাচ্ছে শিল্পী সমিতি।
রাত পেরিয়ে ভোর হতে বাকি আর অল্প কিছুক্ষণ। আর তাতে সময়ের সাথে পাল্লা দিয়ে ভারি হয় গুঞ্জনও। কিন্তু গুঞ্জনই এক সময় সত্য বলে প্রতিভাত হতে থাকে যখন মিশা প্যানেলের সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সুব্রত জানালেন তিনি নিজেই প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী সাইমন সাদিকের কাছে ১০০ ভোটের বিপুল ব্যবধানে হেরেছেন।
এ অভিনেতা আরও জানান, সহ-সভাপতির পদের দুটিতেই তাদের প্যানেলের দুই প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক রুবেল জয় লাভ করেছেন। জয় লাভ করেছেন চিত্রনায়িকা মৌসুমীও। নির্বাচনের সর্বোচ্চ ভোট পেয়েছেন কাঞ্চন-নিপুন পরিষদের কার্যকরী সদস্য অভিনেতা ফেরদৌস।
শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে ছয়টা দশ মিনিট পর্যন্ত। এতে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন।
এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যালট বক্স খোলা হলে এ নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনা ইতোমধ্যে শেষ হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসাথে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে ভিন্ন প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।
চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন
Leave a reply