ছবি: সংগৃহীত
জাপানে নিখোঁজ যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় মৃত্যুবরণ করেছেন দুই স্কোয়াড্রন। মঙ্গলবার এমন স্পষ্ট সম্ভাবনার কথা বললো জাপান।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সোমবার কোমাৎসু বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডারের সাথে ফাইটারটির সংযোগ বিচ্ছিন্ন হয়। সবশেষ জাপান সাগর থেকে ৫ কিলোমিটার দূরে চিহ্নিত হয় বিমানটি।
বিবৃতি চলাকালে সাংবাদিকরা দাবি করেন, জীবিত উদ্ধার হয়েছেন এক পাইলট। যে তথ্য নাকচ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি- এখনও বিমান এবং আরোহীদের সন্ধান চালাচ্ছে নৌবাহিনীর তিনটি জাহাজ এবং একটি হেলিকপ্টার। তৎপর জাপান কোস্টগার্ডও।
আরও পড়ুন: ব্রাজিলে টানা দুর্যোগে নিহত বেড়ে ২৪
ইউএইচ/
Leave a reply