ছবি: সংগৃহীত
পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় মোবাইলে গজল শোনার অপরাধে ছাত্র শিহাব হোসেনকে নির্যাতনকারী মাদরাসা সুপার রহমত উল্লাহকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বেড়া মডেল থানার এসআই জুলহাস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বেড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রহমত উল্লাহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কর্ণঘোষ গ্রামের জসমত আলীর ছেলে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটক রহমত উল্লাহ প্রাথমিকভাবে ওই ছাত্রকে প্রহারের কথা স্বীকার করেছেন। শিশু নির্যাতন আইন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদরাসার কিতাব বিভাগের ছাত্র শিহাবকে গত সোমবার (৩১ জানুয়ারি) রাতে শয়ন কক্ষে মোবাইলে গজল শোনার অপরাধে বেদম মারধর করেন মাদরাসা সুপার রহমত উল্লাহ। উপর্যুপরি বেত্রাঘাতে আহত ওই ছাত্র বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে অভিযুক্ত মাদরাসা সুপার রহমত উল্লাহর বিরুদ্ধে শিহাবের দাদী আঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে বেড়া মডেল থানায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) অভিযোগ দাখিল করেন।
ওই ছাত্রকে মারধরের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে নিন্দার ঝড় ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে মাদরাসা ত্যাগ করে আত্মগোপনে চলে যান অভিযুক্ত মাদরাসা সুপার।
ইউএইচ/
Leave a reply