ছবি: সংগৃহীত
বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের নামাজগড় এলাকায় একটি ছয় তলা ভবনের ছাদের রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে পারুল আকতার (৪২) নামে এক নারী প্রাণ হারিয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মাহমুদ হাসান মিন্টুর ভবনের সামনে সান্তাহার সড়কে এ ঘটনা ঘটে। নিহত পারুল
ওই ভবনের একটি মেসে রান্নার কাজ করতেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে পারুল মেস থেকে বেরিয়ে ওই ভবনের সামনের রাস্তা ধরে শহরের গোয়ালগাড়ী এলাকার দিকে যাচ্ছিলেন। পারুল ভবনটির মূল ফটকের সামনে এলে হঠাৎই পারুলের ওপর ছাদের কংক্রিটের রেলিংয়ের একাংশ ভেঙে পড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিতসাধীন অবস্থায় মারা যান পারুল।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, বাড়ির মালিক মাহমুদ হাসান মিন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তবে এ ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
/এসএইচ
Leave a reply