রাশিয়ার হামলা ঠেকাতে পোল্যান্ডে মার্কিন সেনা

|

রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে পোল্যান্ডে পৌছেছে মার্কিন সেনা

ইউক্রেনকে সহযোগিতা ও সেখানে রাশিয়ার হামলা ঠেকাতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন সেনাদল। সর্বশেষ খবর অনুযায়ী, রোববার মার্কিন সেনা বহনকারী একটি উড়োজাহাজ অবরতণ করেছে পোল্যান্ডে। খবর রয়টার্সের।

রয়াটার্সের প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবহনকারী আরও দুটি বিমান পোল্যান্ডে যাওয়ার কথা। এছাড়া চলতি সপ্তাহে আরও কয়েকটি মার্কিন সেনাবহনকারী বিমান যাওয়ার কথা পোল্যান্ডে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৮২ এয়ারবোর্ন ডিভিশনের ১৭০০ সৈন্য নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে পোল্যান্ডে যাচ্ছে। আর জার্মানিতে অবস্থানরত ১০০০ মার্কিন সেনা যাচ্ছে রোমানিয়ায়। এ সেনা মোতায়েনের অংশ হিসেবে ইতোমধ্যেই পোল্যান্ডে পৌছেছেন মার্কিন বাহিনীর মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহু।

রয়টার্স আরও জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি। বাইডনের নির্দেশনা অনুযায়ী, পূর্ব ইউরোপের ওই এলাকায় অন্তত তিন হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply