শাহজালাল বিমানবন্দরের করোনা পরীক্ষা ল্যাবে ভয়াবহ বিশৃঙ্খলা

|

শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষায় হযবরল অবস্থা। করোনা পরীক্ষার ল্যাবসহ সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কা গাদাগাদি করে ঘণ্টার পর ঘণ্টা রিপোর্টের অপেক্ষায় থাকা যাত্রীদের ২০ শতাংশই পাওয়া যাচ্ছে করোনা পজেটিভ। যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন চিকিৎসক এবং বিমানবন্দর কতৃপক্ষ।

হযরত শাহজালাল বিমানবন্দরে উদগ্রীব মধ্যপ্রাচ্যগামী মানুষগুলো বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা দিয়ে অপেক্ষায় রয়েছেন ঘণ্টার পর ঘণ্টা। এমন হযবরল অবস্থার মধ্যেই কেউ পাচ্ছেন কোভিড নেগেটিভ সনদ, কেউ বা শুনছেন দুঃসংবাদ।

এয়ারপোর্টে প্রতিদিন কোভিড টেস্টের নমুনা দেয় সহস্রাধিক যাত্রী যাদের প্রায় ২০ শতাংশই পাওয়া যাচ্ছে আক্রান্ত। গাদাগাদি আর জটলার মধ্য থেকে আলাদা করা হয় তাদের। স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসক ডা.ভাস্কর চন্দ্র মন্ডল মনে করেন, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এরপর নেগেটিভ সনদধারীরা চলে আসেন মূল টার্মিনাল ভবনে। তবে সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করছে তাদের অসহায়ত্বের কথা। গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বলছেন, রিপোর্ট ডেলিভারি দেয়ার সময়ই আসলে মূল জটিলতাটা তৈরি হচ্ছে। সবাই ডেলিভারিদাতার আশপাশে ভিড় করছেন। ফলে তবে সংশ্লিষ্টরা চাইলে এই ভিড় নিয়ন্ত্রণ করা যেতে পারে বলেও মনে করেন তিনি।

দেশের প্রধান বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের এমন পরিবেশে দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। তারা বলছেন, যথাযথ শৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন ভ্যারিয়েন্ট।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply