ভারতে এসে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ।

|

ছবি: সংগৃহীত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজেের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে তিন ম্যাচের সবকটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়লো ক্যারিবিয়ানরা।

ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে সবগুলো উইকেট হারিয়ে ভারত স্কোরবোর্ডে তোলে ২৬৫ রান। জবাবে ক্যারিবিয়ানরা ৩৭.১ ওভারে ১৬৯ রানে অলআউট হয়।

যদিও প্রথমে ব্যাট করতে নামা ভারতের শুরুটা তেমন ভালো হয়নি। ১৬ রানের মাথাতেই রোহিত শর্মাকে হারায় ভারত। তিন বলে পরেই আউট কোহলিও। কিছুক্ষণ পরে ফিরে যান দলে ফেরা শিখর ধাওয়ানও। দলের এই অবস্থায় হাল ধরেন শ্রেয়াস আয়ার এবং ঋষভ পন্থ। একপাশে দুর্দান্ত খেলতে থাকেন পন্থ। তাকে যোগ্য সঙ্গ আয়ার। চতুর্থ উইকেটে দু’জনে মিলে যোগ করেন ১১০ রান। দলীয় ১৫২ রানের মাথায় হাফ সেঞ্চুরি করে পন্থ (৫৬) বিদায় নেয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি সূর্যকুমার যাদব‌ও। তবে ওয়াশিংটন সুন্দরকে (৩৩) নিয়ে ভারতের ইনিংস বড় করতে থাকেন আয়ার। দলীয় ১৮৭ রানের মাথায় ৮০ রান করে আউট হন তিনি। এরপর দীপক চাহারের ঝড়ো ব্যাটিংয়ে ২৬৫ রানের সংগ্রহ পায় ভারত।

বল হাতে শুরু থেকেই ক্যারিবিয়ানদের উপর দাপট দেখাতে থাকেন ভারতীয় বোলাররা। ২৫ রানের প্রথম তিন উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। এরপর কিছুক্ষণ ডারেন ব্রাভো (১৯) এবং নিকোলাস পুরান (৩৪) হাল ধরলেও বেশিক্ষণ কেউই টিকতে পারেননি। ৮২ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে আলজেরি যোসেফ (২৯) ও ওডেন স্মিথ (৩৬) রান করলে ১৬৯ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা।

ভারতের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন দুই পেসার মোহাম্মেদ সিরাজ ও প্রসিদ কৃষ্ণা। দুইটি করে উইকেট নেন কুলদ্বীপ যাদব ও দীপক চাহার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply