ছবি: সংগৃহীত।
২০১৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে দেশটিতে বৈপ্লবিক পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন, তা সফল হয়নি বলে স্বীকার করেছেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের গতানুগতিক আমলাতন্ত্র ও জনপ্রতিনিধিদের জনবিচ্ছিন্নতাই এ জন্য দায়ী বলে অভিযোগ তার।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ইসলামাবাদে দেশটির মন্ত্রীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন ইমরান।
তিনি বলেন, ক্ষমতায় এসে পাকিস্তানের সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু বৈপ্লবিক উদ্যোগ আমরা নিয়েছিলাম। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বুঝতে পারলাম যে আমাদের আমলাতান্ত্রিক সংস্কৃতি এখনও খুবই গতানুগতিক এবং নতুন উদ্যোগগুলোর সাথে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা এখনও আমাদের আমলাতন্ত্রের হয়নি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, পাকিস্তানের জাতীয় স্বার্থের সাথে সরকারের কোনো সংযোগ নেই। এজন্য আমলাতন্ত্র যেমন দায়ী, তেমনি দায়ী নির্বাচিত জনপ্রতিনিধিরাও।
ইমরান আরও বলেন, দারিদ্র্য দূরীকরণ, রফতানির পরিমাণ বাড়ানো প্রভৃতি জাতীয় অগ্রগতির অন্যতম পূর্বশর্ত হলেও আমাদের মন্ত্রীরা এ শর্ত পূরণে তাদের সর্বোচ্চটা দিতে পারেননি। আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারিনি।
উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি, দেশটিতে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। দেশটির কনজ্যুমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত এক বছরে দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে ১৩ শতাংশ। আর গত ডিসেম্বর পর্যন্ত দেশটিতে মুদ্রাস্ফীতির হার ছিল ১২.৩ শতাংশ। এছাড়াও চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম থাকায় মারাত্মকভাবে ব্যহত হচ্ছে পাকিস্তানের শিল্পোৎপাদন।
/এসএইচ
Leave a reply