বিশ্বজুড়ে একদিনে ১০ হাজারের বেশি প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আবারও বাড়লো করোনায় প্রাণহানি। ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মহামারিতে মোট মৃতের সংখ্যা ৫৮ লাখ ১৯ হাজারের কাছাকাছি।

শুক্রবার সারা বিশ্বে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ২৩ লাখ। এদিনও প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ১৪০০ মানুষের। আর এক লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি। টানা দ্বিতীয় দিনের সংক্রমণের শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে ২ লাখ ৩০ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। প্রায় ১১শ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে লাতিন দেশটিতে। এছাড়া মেক্সিকোতে সাড়ে ৯’শ ও ভারতে ৮শ জন প্রাণ হারিয়েছে এদিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply