ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর পারে হাওরের সবচেয়ে বড় ধানের মোকাম হঠাৎ চড়া। চলতি সপ্তাহে মণপ্রতি ২০ থেকে ৩৫ টাকা দাম বেড়েছে। ব্যবসায়ীদের বেশি লাভের প্রবণতার সাথে আছে সিন্ডিকেটের দৌরাত্ম্যও। ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কায় মিলাররা।
হঠাৎ দাম বৃদ্ধির এই কারণ কী? এমন প্রশ্নে ব্যবসায়ীদের যুক্তি, ধানের মৌসুম নয় এখন। মাঠে-মাঠে বোরো চাষাবাদ হচ্ছে। তাই ঘাটে ভিড়ছে না নৌকা। নতুন করে ধান আসছে না। এরই প্রভাব পড়েছে দামে। চলছে ধান-চাল সংগ্রহ কার্যক্রম। জেলার ১৭৪টি চালকল মালিকের সাথে ১৫ হাজার ৬৬৫ টন চাল সংগ্রহের চুক্তি আছে সরকারের। আশুগঞ্জ হাসকিং মিল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু বলছেন, ঊর্ধ্বমুখী বাজার নিয়ে চিন্তিত তারাও।
তবে, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা নেই বলে দাবি খাদ্য বিভাগের। ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানালেন, সংকট নিরসনে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে বলেও জানালেন এই কর্মকর্তা।
/এডব্লিউ
Leave a reply