
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে মাদাগাস্কারে মৃতের সংখ্যা বেড়ে ১২০ এ দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে শুধু ইকোঙ্গো জেলায়ই মৃতের সংখ্যা ৮৭ জন। খবর আলজাজিরার।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে ১ লাখ ২৪ হাজার মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে দিনাতিপাত করছেন প্রায় ৩০ হাজার বাস্তুচ্যুত মানুষ। বাতসিরাইয়ের আঘাত হানার দুই সপ্তাহ আগে দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় আনা। সেবার বাস্তচ্যুত হয়েছিলেন প্রায় দেড় লাখ মানুষ।
এদিকে, পরপর দুটি ঘূর্ণিঝড়ে দেশটি বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপ্রধানের এক মুখপাত্র। বন্ধুভাবাপন্ন দেশগুলোর কাছে জরুরি ত্রাণ পাঠানোর অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
/এসএইচ



Leave a reply