
সার্চ কমিটির বৈঠক।
নতুন ইসি গঠনে মতামত ও পরামর্শ দিতে বিএনপিসহ নাম জমা না দেয়া রাজনৈতিক দলগুলোকে আবারও আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ (১২ ফেব্রুয়ারি) বিকালে বিশিষ্ট নাগরিকদের সাথে দু’দফা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। তিনি জানান, বিশিষ্টজনদের বিভিন্ন পরামর্শ নেয়া হয়েছে। সার্চ কমিটি সিদ্ধান্ত নেবে।
এর আগে, নতুন ইসি গঠনে মতামত ও পরামর্শ নিতে প্রথম দফায় দেশের বিশিষ্টজনদের সাথে বৈঠক করেছে সার্চ কমিটি। প্রথম দফায় ২০ জনের সাথে আলোচনার কথা থাকলে বৈঠকে অংশ নেননি বেশ কয়েকজন আমন্ত্রিত সদস্য। তাদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী, ড. শাহদীন মালিক, শিক্ষক ড. আসিফ নজরুল ছিলেন।
সাংবাদিকদের তারা জানান, নির্দিষ্ট কারো নাম প্রস্তাব করেননি তারা। কমিশনে কাদের আনা উচিত সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। দুপুর দেড়টার দিকে দ্বিতীয় দফায় আমন্ত্রিতদের সাথে বৈঠক শুরু হয়। তাদের মধ্যে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও রাজনীতি বিশ্লেষক। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, সৎ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মানুষ দেখে কমিশনে নিয়োগ দেয়া উচিত। বিএনপির সার্চ কমিটির কার্যক্রমে অংশ নেয়া উচিত ছিল বলে মত দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।



Leave a reply