
ঘুমন্ত মন জাগার দিন আজ, বসন্তের শুভক্ষণ। প্রকৃতির দোলায় জীর্নতা ঘুচিয়ে আগমন ঋতুরাজের। এতেই উষ্ণ অনুভূতি মানব-মানবী মনে। বাংলা বসন্তের আগমনের দিনেই ইংরেজি ভ্যালেনটাইন ডে। দিবস যাই হোক প্রত্যয়-প্রত্যাশা, ভালোবাসার মিছিলে ভালো থাকবে প্রাণীকূল, এমনটাই প্রত্যাশা সবার।

বসন্তের বর্ণীল আবেশে যারা শামিল, তাদের মিছিলের অগ্রভাগেই থাকেন কেউ কেউ। তাই তো নয়নে যতনে সেই ঋতুরাজকেই ধারণের বহিঃপ্রকাশ দেখা যায় রাজপথজুড়ে।

ভালোবাসার বসন্ত ধারণ করে প্রিয়তমা বা প্রিয়তমকে সমর্পণ করাটাই যেন প্রেমের মাহাত্ম্য। রাঙ্গামাটির শুভ-তিষার ভালোবাসার আখ্যানটাও ঠিক তেমনি। এ যুগল বলছেন, ‘আমি ওর জন্য আর ও আমার জন্য’।

তবে প্রকৃতির রঙ বদলে ঋতুর বদল হলেও সহমানুষ অথবা প্রিয়জনে যে বিশ্বাস-আস্থা তৈরি হয় সেই পথ চলাতেই আনন্দ।
/এডব্লিউ
 
				
				
				
 
				
				
			


Leave a reply