‘২০২৪ সাল থেকে থাকছে না মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ’

|

শিক্ষাখাতের উন্নয়নে দেশের ইন্ডাস্ট্রিগুলোকে একযোগে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে আর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এনসিটিবির নতুন কারিকুলামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা। তিনি বলেন, এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে। ভালোভাবে শ্রেণি কার্যক্রম সপ্তাহে ৫ দিন চললে আবার নতুন উদ্যমে পড়াশোনার আগ্রহ সৃষ্টি করার জন্যই দুই দিন ছুটি দরকার।

শনিবার বিকেলে এনসিটিবিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমের বই বিতরণের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান, সচিব নাজমা আকতারসহ অনেকে।

আরও পড়ুন: ‘২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply