
ছবি: সংগৃহীত
সমর্থকদের আচরণে কষ্ট পেয়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে। ইউরোপা লিগে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দুয়োধ্বনি দিতে থাকে সমর্থকরা। আর এই ঘটনায় নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন পিকে।
লিওনেল মেসি বার্সা ছাড়ার পর থেকেই দিশেহারা হয়ে পড়েছে ক্লাবটি। অর্থ সংকট থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে স্প্যানিশ এই জায়ান্টদের এখন খেলতে হচ্ছে ইউরোপা লিগে। ক্লাবের এই অবনমন স্বাভাবিকভাবেই মানতে কষ্ট হচ্ছে সমর্থকদের। আর খেলা চলাকালীন সময়ে দুয়োধ্বনি না দিয়ে ম্যাচের পর তা নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন পিকে।
পিকে বলেন, আমাদের আক্রমণভাগ দারুণ। ম্যাচটিতে ৩, ৪ এমনকি ৫ গোলও থাকরতে পারেতো আমাদের নামের পাশে। দিনশেষে কেবল ফলাফলটিই আমাদের পক্ষে যায়নি। দর্শকরা যেকোনো কিছুই বলতে পারে, সে অধিকার তাদের আছে। তবে সমর্থকদের মনে রাখতে হবে যে, এসব ঘটনায় দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আমি আহ্বান জানাবো, আপনারা সব প্রতিক্রিয়া দয়া করে ম্যাচের পরে দিন।
পিকে আরও বলেন, ম্যাচে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব প্রকাশ করতে পেরেছি। পারফরমেন্সও ভাল ছিল, কেবল গোলই আসেনি। এমন পারফর্ম করতে পারলে টুর্নামেন্ট জেতা সম্ভব।
আরও পড়ুন: হ্যালান্ডকে দলে ভেড়াতে চূড়ান্ত অফার দিচ্ছে রিয়াল মাদ্রিদ



Leave a reply