
ইউরোপের সাত দেশে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ ঝড় ইউনিস। এখন পর্যন্ত এ ঝড়ে ১৬ জনের প্রাণহানির খবর দিয়েছে বিবিসি।
নেদারল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে চারজন প্রাণ হারিয়েছেন। সমুদ্রে নিখোঁজ ২৬টি জাহাজের সন্ধানে অভিযান চালাচ্ছে ডাচ প্রশাসন। এছাড়া পোল্যান্ডে ৪, ইংল্যান্ডে ৩, জার্মানি ও বেলজিয়ামে দুজন করে প্রাণ হারিয়েছেন ঝড় সংশ্লিষ্ট দুর্ঘটনায়।
দুর্যোগ কবলিত এলাকায় কাজ করার সময় আয়ারল্যান্ডে প্রাণ হারান এক উদ্ধারকর্মী। এছাড়া ছোটখাটো সড়ক দুর্ঘটনায় ফ্রান্সের উত্তরাঞ্চলে আহত হন কমপক্ষে ৩০ জন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ইউরোপের উত্তরাঞ্চলে আঘাত হানে ঝড়টি। যার প্রভাবে এখনও বিদ্যুৎহীন সেখানকার দুলাখের বেশি পরিবার। এমন অবস্থায় হিথরো এবং স্কিফোল এয়ারপোর্টে বাতিল করা হয়েছে শতাধিক বিমান ফ্লাইট।
/এডব্লিউ
 
				
				
				
 
				
				
			


Leave a reply