ফাইল ছবি।
বরগুনার পাথরঘাটায় প্রশাসনের অভিযানে হামলা চালিয়েছে পোনা নিধনকারীরা। নিষিদ্ধ জাল জব্দে অভিযানের সময় ঘটনাটি ঘটে। এতে প্রশাসনের কয়েকজন কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীতে নির্বিচারে চলছে পোনা নিধন। ব্যবহার হচ্ছে নিষিধ সব জাল। এসবের বিরুদ্ধে শনিবার (১৯ ফেব্রুয়ারি) পাথরঘাটার পদ্মা স্লুইজের পশ্চিম খাল এলাকায় অভিযান চালায় প্রশাসন। সেখানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, পুলিশসহ মৎস্য বিভাগের মাঝিমাল্লারা। জাল জব্দের পর কয়েকজনকে জরিমানার পর হঠাৎ উত্তেজিত হয় কিছু অসাধু জেলে। একপর্যায়ে হামলা চালায় তারা।
হামলায় কয়েকজন কর্মকর্তাসহ অন্তত ৮ জন আহত হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখসহ ১৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে মৎস্য বিভাগ। তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।
এসজেড/
Leave a reply