পশ্চিমবঙ্গে ভাষাশহীদ বরকতের জন্মভিটায় হবে স্মৃতিসৌধ, ঘোষণা মমতার

|

ছবি: সংগৃহীত।

বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আবুল বরকত। তার জন্মভিটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সালারের বাবলা গ্রামে। সেখানেই শহীদ বরকতের নামে স্মৃতিসৌধ তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে সেখানে বরকতের ভাস্কর্য তৈরি করা হবে বলেও জানান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষাশহীদদের স্মরণে আয়োজিত একুশের অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন মমতা। একই সাথে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে শহীদ বরকতের জন্মভিটা পরিদর্শনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এর আগে সোমবার সকালেই এক টুইটবার্তায় মমতা লেখেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যারা আত্মবলিদান করেছিলেন, তাদের প্রতি আমি কুর্নিশ জানাই। দেশের সব ভাষাকেই আমরা ভালোবাসি। প্রতিটি ভাষাকেই উদ্‌যাপন করা দরকার। মাতৃভাষা আমাদের সবার প্রিয়।

প্রঙ্গত, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে সোমবার সকাল থেকেই দেশটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের সামনে থেকে বাংলাদেশ উপ-হাইকমিশন পর্যন্ত বের হয় শোভাযাত্রা। সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিব সরনিতে অবস্থিত মিশন প্রাঙ্গনে বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হয় এদিন। এছাড়া শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে জিরো পয়েন্টে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply