আফগান স্পিনত্রয়ীর বিপক্ষে বাংলাদেশে দেখা যেতে পারে ৩ পেসার

|

রশিদ-নবি-মুজিবের বিরুদ্ধে ৩ পেসার ও ২ স্পিনার থাকতে পারে বাংলাদেশে।

অভিজ্ঞতায় পরিপুষ্ট এক দল নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ৩ পেসার আর ২ স্পিনারকে দেখা যেতে পারে টাইগার একাদশে। অন্যদিকে, আফগানদের মূল শক্তি তাদের স্পিনত্রয়ী রশিদ-নবি-মুজিব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির ওয়ানডেটি শুরু হবে কাল (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায়।

আফগানিস্তানের বিপক্ষে নতুন বছরে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে হালকা অনুশীলনে সন্তুষ্ট সাকিবকে দেখা গেছে কোচিং স্টাফের সাথে পরিকল্পনা করতে। সাকিবের সাথে তামিম, রিয়াদ, মুশফিক এই ৪ জনকে ২০২১ সালের মে’র পর একসাথে ওয়ানডে সিরিজে পাচ্ছে বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের অন্তর্ভুক্তি তাই বড় শক্তি কোচ রাসেল ডোমিঙ্গোর জন্য। সেই সাথে, দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসা জেমি সিডন্সের ক্রিকেট মেধা যুক্ত হচ্ছে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে। সব মিলিয়ে, ভালো শুরুর প্রত্যাশা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, অধিনায়ক হিসেবে পূর্ণশক্তির দল পাওয়ার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।

এই মুহূর্তে ওয়ানডে সুপার লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে তামিমের দলের সামনে থাকছে টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ। তবে লড়াইটা কেন্দ্রীভূত এখন রশিদ-নবী-মুজিবদের স্পিন ত্রয়ীর সাথে মিরাজ-সাকিবের বাংলাদেশ অ্যাটাকের। বোলিং আক্রমণে একজন মোস্তাফিজের উপস্থিতি শেষ পর্যন্ত এগিয়ে রাখছে বাংলাদেশকেই। আর তাই নিজেদের স্বাভাবিক খেলার দিকে নজর রাখছেন তামিম। তিনি জানান, দলের সামনে কেমন চ্যালেঞ্জ আসতে যাচ্ছে তা জানে ক্রিকেটাররা। তাই কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে, তা নিয়েই নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে।

এদিকে টি-টোয়েন্টির মতো ওয়ানডে ফরম্যাটেও দারুণ ফর্মে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ২০২০ ও ২০২১ সালে শতভাগ জয়ের রেকর্ডের সাথে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ৬ ম্যাচে পূর্ণ ৬০ পয়েন্ট আছে আফগানদের ঝুলিতে। সেই সাথে, চট্টগ্রামে রয়েছে টেস্ট জয়ের সুখস্মৃতি, যা কাজে লাগাতে মুখিয়ে আছে আফগানরা। ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি বলেন, আমরা টেস্টে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এবার শুরু করতে চাচ্ছি। ৬ দিন সিলেটে ক্যাম্প করেছি, কয়েকজন এখানে বিপিএলও খেলেছে। স্টুয়ার্ট এখানে আগেও কাজ করেছে। সে বাংলাদেশ সম্পর্কে অনেককিছুই জানে। আমরা তাই ইতিবাচকভাবে সিরিজটি শুরু করতে চাই।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ৫ নম্বরের সমস্যা সমাধানে মাহমুদুল জয় ও ইয়াসির রাব্বির ওপর ভরসা রাখা হচ্ছে। একই সাথে স্পোর্টিং উইকেটে সাকিব-মিরাজের সাথে দেখা যেতে পারে ৩ পেসার। আর আফগান স্পিনের বিপক্ষে ঢাল হতে পারে সিনিয়র ব্যাটারদের অভিজ্ঞতা।

আরও পড়ুন: ‘ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেট দেখাকে কর্তব্যের অংশ বলে মনে করি’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply