
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আরও চার দিন বাড়িয়ে চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। চাহিদা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। এ সময়ে আগের দামেই পণ্য বিক্রি করা হবে।
গত ৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলার কথা ছিল। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, মসুর ডাল ৬৫ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা দরে পাচ্ছেন। আর প্রতি কেজি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৩০ টাকা।
রোজার মাসে খেজুর ও ছোলাসহ মোট ছয়টি পণ্য বিক্রি করবে টিসিবি। দেশব্যাপী ৪৫০ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। তবে রোজার মাসে তা ৮০০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে টিসিবির।
এসজেড/



Leave a reply