
ছবি: সংগৃহীত।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে ত্রাণ বা অনুদান নেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে বাড়বে মাথাপিছু আয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যার সুফল পাচ্ছে সব শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এসজেড/



Leave a reply