‘যদি সুযোগ হয়, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব’

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে কাজ করা সুযোগ যদি হয়, তবে আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে সদ্য সমাপ্ত বিপিএল জিতেছেন স্টিভ রোডস। ২০১৮ সালে দুই বছরের চুক্তিতে টাইগারদের কোচ হওয়া এই ইংলিশকে বিদায় নিতে হয়েছিল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে এখনও দারুণ সম্পর্ক রয়েছে তার। সেই সাথে বাংলাদেশেও দারুণ জনপ্রিয় সাবেক কোচ স্টিভ রোডস। বারবারই বলেছেন, বাংলাদেশের প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। আর সেটা আবারও প্রকাশ পেলো যমুনা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে রোডসের আলাপচারিতায়। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএল জয়ী এই পরামর্শক কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট, খেলোয়াড়, কোচদের দায়িত্ব এবং নানা বিষয় নিয়ে।

বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো সম্পর্কে প্রশ্ন করা হলে স্টিভ রোডস বলেন, আমি তাকে (রাসেল ডমিঙ্গো) কাছ থেকে দেখিনি। সে ড্রেসিংরুমে কেমন তাও জানা নেই। আমি বলতে চাই, বাংলাদেশের উচিত নিজেদের কোচ তৈরি করা। কারণ, খেলোয়াড়েরা পরিচিত মুখকে কোচ হিসেবে পছন্দ করে। লোকাল কোচেরাই আসল হিরো। তারাই ক্রিকেটার তৈরি করে। আর নতুন বিদেশি কোচ পরিবর্তন হলে নতুন করে মানিয়ে নিতেও সমস্যা হয়।

আরও পড়ুন: ‘ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেট দেখাকে কর্তব্যের অংশ বলে মনে করি’

স্টিভ রোডসের অধীনে প্রথমবারের মতো ত্রিদেশীয় শিরোপা জিতেছিল বাংলাদেশ। পূর্বের দায়িত্বে প্রত্যাবর্তনের ব্যাপারে বিসিবির সাথে কথা হয়েছে কিনা তার, এমন প্রশ্নের জবাবে এই ইংলিশ কোচ জানান, বিসিবি থেকে কোনো সংকেত পাননি তিনি। তবে বাংলাদেশ থেকে ডাক এলে তিনি ফিরবেন কিনা, সে প্রসঙ্গে স্টিভ রোডস বলেন, প্রশ্নটা কঠিন। বাংলার মানুষ নিয়ে আমার মনে একটা দুর্বলতা আছে। যদি সুযোগ হয়, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব।

আরও পড়ুন: বাংলাদেশের কাজ করলে বিদেশিদের উচিত বাংলা শেখা: স্টিভ রোডস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply