
ছবি: সংগৃহীত
ক্যাচ মিস করেছেন বলে সতীর্থ কামরাল গুলামকে চড় মেরেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ! আর এ ঘটনাটি ঘটেছে গত সোমবার (২১ ফেব্রুয়ারি) চলমান পিএসএলে লাহোর কালান্দার্স বনাম পেশাওয়ার জালমির ম্যাচে। উইকেট না পেয়ে সতীর্থকে হারিস রউফের চড় মারার ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
লাহোর কালান্দার্স বনাম পেশাওয়ার জালমির লড়াইটি নির্ধারিত সময়ে টাই হওয়ার পর সুপার ওভারে ম্যাচ জিতে নেয় পেশাওয়ার জালমি। তবে এরকম উত্তাপ ছড়ানো ম্যাচের মধ্যেও সবচেয়ে বড় বিতর্কটি দেখা গিয়েছে হারিস রউফের চড় মারার ঘটনায়।
ম্যাচের দ্বিতীয় ওভারে হারিস রউফের বাউন্সারে পুল করেন হযরতউল্লাহ জাজাই। থার্ড ম্যানে দাঁড়ানো ফিল্ডার কামরান গুলাম মিস করেন সেই ক্যাচ। কয়েক বল পরই জাজাইয়ের উইকেটটি পান রউফ। এবার সুযোগ কাজে লাগান ফাওয়াদ আহমেদ। অন্যসব সতীর্থের মতো কামরান গুলামও উইকেট উদযাপন করতে দৌড়ে আসেন। তবে হাই ফাইভ নয়, কামরান গুলামকে চড় মেরে বসলেন হারিস রউফ!
তবে হেসে ঘটনাটিকে তখনই হালকা বানিয়ে ফেলেন কামরান গুলাম। এরপর অবশ্য আরেক উইকেট পতনের পর কামরানের মাথায় টোকা মেরে আগের চড়টিকে শাসন নয়, বরং আদরের বহিঃপ্রকাশ হিসেবেই দেখাতে চেয়েছেন হারিস রউফ। সে কারণেই হয়তো, ম্যাচের পর রেফারি কেবল ডেকে সতর্ক করেন হারিস রউফকে।
আরও পড়ুন: আইপিএলের কারণে পাকিস্তানে খেলবেন না ওয়ার্নার-কামিন্সরা
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply