
ছবি: সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়কে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইটভাটা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম ভনা শেখ। সে সদর উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে ইটভাটায় কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বুড়িপোতা সড়কের আমতলা মোড় নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাক্টর ও চালক পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে সাইকেল চালাতে গিয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
জেডআই/



Leave a reply