সময় বেড়েছে বইমেলার

|

সময় বাড়ানো হয়েছে অমর একুশে গ্রন্থমেলার। এবারের বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রকাশক ও লেখকরা প্রধানমন্ত্রীর কাছে বইমেলার সময় বৃদ্ধির দাবি জানিয়েছিল। সে অনুযায়ী প্রধানমন্ত্রী বইমেলা ১৭ মার্চ বৃদ্ধির কথা বলেছেন। বইমেলা চলবে ১৭ মার্চ পযর্ন্ত চলবে। জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ, ততদিন পযর্ন্ত সময় বাড়ানো হলো।

সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বইমেলায় যাওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি আরও উল্লেখ করেন, বইমেলায় যেকোনো সময়ের চেয়ে এবার জনসমাগম বেশি, বিক্রিও ভালো।

প্রসঙ্গত, বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয়, সেটিই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর ভিন্ন দৃশ্য দেখা গেছে। এবার ধারণা করা হয়েছিল, ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু করা যাবে বইমেলা। কিন্তু বছরের শুরুতে দেশে করোনা শনাক্ত বেড়ে গেলে অমর একুশে বইমেলা ছাড়াই শুরু হয় আরেকটি ভাষার মাস। পরে ১৫ ফেব্রুয়ারি শুরু হয় এবারের বইমেলা।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply