যুদ্ধ শুরুর পর প্রথমবার কার্যালয়ে জেলেনস্কি, ‘ভয় পাই না’ বলে জানালেন নিজের অবস্থানও

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রুশ হামলার পর থেকেই শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুরু থেকে কয়েক দফা তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উঠলেও নিজে ভিডিও বার্তা পাঠিয়ে তা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। সোমবার (৭ মার্চ) ফের ভিডিও বার্তা পাঠিয়ে জেলেনস্কি জানালেন, ইউক্রেনেই আছেন তিনি। সেই সাথে যুদ্ধ শুরু পর প্রথমবারের মতো তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ে দেখা গেলো।

মঙ্গলবার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন জেলেনস্কি। সেখানে তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন বাতিল করে তিনি বলেন, আমি কিয়েভের ব্যাংকোভা স্ট্রিটেই থাকছি। আমি কোথাও লুকাইনি এবং কারো ভয়ে ভীত নই।

এর আগে জানা গিয়েছিল, জেলেনস্কিকে হত্যার জন্য তিনবার কয়েকদফায় চেচেন যোদ্ধাসহ কয়েকটি দল ইউক্রেনে পাঠিয়েছে রাশিয়া। তবে রুশ গোয়েন্দা বিভাগের যুদ্ধবিরোধী একাংশের সহযোগিতায় এ অভিযানের কথা আগে থেকেই জানতে পারে প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা। ফলে রুশ অভিযান নস্যাৎ হয়।

তবে বিবিসি বলছে, এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজের অবস্থান জানিয়ে ভিডিও বার্তা দেয়ার মানে হলো, কিয়েভে ইউক্রেনীয় সেনাদের শক্ত প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply