‘ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া’

|

ছবি: সংগৃহীত

রুশ সেনাবাহিনী ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। থার্মোবারিক অস্ত্র অগ্নিকাণ্ড সৃষ্টি করে কারণ এটা বাতাস থেকে অক্সিজেন শুষে নেয় যার ফলে এ অস্ত্র আরও বেশি মারাত্মক। ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এই অস্ত্র বেআইনি নয়, তবে এর ব্যবহারের ক্ষেত্রে কড়া আন্তর্জাতিক আইন রয়েছে। এর আগে আফগানিস্তান ও ভিয়েতনামে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই অস্ত্র ব্যবহার করেছে।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে যে রাশিয়া ইউক্রেনে সেই একই ভাড়াটে সৈন্যদের ব্যবহার করছে যাদের বিরুদ্ধে সিরিয়া, লিবিয়া ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply