
নিপরোর একটি কিন্ডারগার্টেন স্কুলে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী
শুক্রবার সকালে ইউক্রেনের লুৎস্ক এবং নিপরো নামের দুটি পৃথক শহরে মিসাইল হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো শহর দু’টিতে হামলা শুরু করলো রুশ বাহিনী। ইতোমধ্যে নিপরোতে মিসাইলের আঘাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে লুৎজ ও নিপরোতে হামলার তথ্য নিশ্চিত করলো বিবিসি। হামলা শুরুর পর ওই শহর দু’টি থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পওয়া যাচ্ছে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় লুৎস্ক এবং পূর্বাঞ্চলীয় নিপরোতে কিছুক্ষণ আগে হামলা শুরু করেছে রুশ বাহিনী। হামলায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। নাইপার নদীর তীরে অবস্থিত নিপরো শহরটি পূর্ব ইউক্রেনের প্রধান দুর্গ বলে পরিচিত।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হলেও শুক্রবারের আগপর্যন্ত এ দুটি শহরে কোনো ধরনের হামলা করেনি রুশ সেনারা।
/এসএইচ



Leave a reply